খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: দীর্ঘ ছুটি কাটিয়ে দুদিন আগেই ঢাকায় ফিরেছেন চন্ডিকা হাথুরুসিংহে। দলের অনুশীলনে এখন ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ। ইংল্যান্ড সিরিজের আগে দলের খেলোয়াড়দের ভালোভাবে তৈরি করে নেওয়াই এখন তাঁর মূল লক্ষ্য।
অবশ্য ইংল্যান্ড বাংলাদেশ সফরে আসবে কি না, তা এক রকম অনিশ্চিত। তবে এই বিষয়ে না ভেবে দলের অনুশীলনেই মনোযোগী হতে চান হাথুরুসিংহে। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আসলে এখন পুরো বিষয়টি ইংল্যান্ডের হাতে। আমরা শুধু তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি। তারা হয়তো ভেবেচিন্তেই সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে আমরা আমাদের প্রস্তুতিতে মনোযোগী হতে চাই।’
তা ছাড়া বাংলাদেশ অনেকদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। এ ব্যাপারেও আক্ষেপ ফুটে উঠেছে এই লঙ্কান কোচের কণ্ঠে, ‘এটা ঠিক আমরা অনেকদিন ধরেই ম্যাচ খেলতে পারছি না। এটা আমাদের জন্য কিছুটা অসুবিধাই বটে। যদিও তা আমাদের হাতে নেই। এখন ইংল্যান্ড সিরিজ নিয়েই আমাদের সব ভাবনা। নিজেদের ভালোভাবে প্রস্তুত করে নেওয়াই আমাদের মূল লক্ষ্য।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এখন মাশরাফিদের ফিটনেস অনুশীলন চলছে। ২০ আগস্ট থেকে শুরু হবে ব্যাটিং ও বোলিং অনুশীলন।
দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা ৩০ সেপ্টেম্বর। সিরিজের সূচিও ঠিক হয়েছে। ৭ ও ৯ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হবে। তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১২ অক্টোবর চট্টগ্রামে।
এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট এবং ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।