Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

57খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: বাংলাদেশে ১২ কোটি মার্কিন ডলার বা এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চায় বিশ্বব্যাংক। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভারত এই চার দেশীয় আন্তঃসংযোগ প্রকল্পে বিশ্বব্যাংক এই বিনিয়োগ করতে চায়।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে এক বৈঠকে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান এ কথা বলেন। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, চার দেশীয় আন্তসংযোগ প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের সঙ্গে ভারত, নেপাল ও ভুটানের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে। বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। এই প্রকল্পে বন্দরের সক্ষমতা বাড়ানো, রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়নের বিষয়গুলো থাকবে।
এক প্রশ্নের উত্তরে তোফায়েল আহমেদ বলেন, স্থলপথ, নৌপথ ও রেল যোগাযোগোর মাধ্যমে আন্তদেশীয় সংযোগ গড়ে তোলা হবে।
কখন, কীভাবে অর্থ আসবে এই সম্পর্কে মন্ত্রী বলেন, বাংলাদেশের রিসার্চ টিম প্রকল্পের অর্থায়নসহ সামগ্রিক বিষয়টি খতিয়ে দেখছে।
তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘এই বিশ্বব্যাংকই আমাদের পদ্মা সেতুতে বিনিয়োগের আশ্বাস দিয়েও তা প্রত্যাহার করেছে। সেই বিশ্বব্যাংক এখন আমাদের সক্ষমতার প্রশংসা করছে।