খোলা বাজার২৪, মঙ্গলবার, ৯ আগস্ট ২০১৬: ঈশ্বরদী পাবনা: ঈশ্বরদী শহরের শেরশাহ রোডে আবাসিক এলাকার বিপাশা কুঠির নামের একটি তিনতলা বাড়ি থেকে ১০০ গ্রাম হিরোইনসহ ৩ জনকে গতকাল মঙ্গলবার আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
এলাকাবাসি ও পুলিশ জানায়, মরহুম মজিদ আহসান পাশার ছেলে সুমন (৪০) ও সুজন (৩৮) দীঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী পুলিশ ফাড়ির টি এস আই আলহাজ্ব মতিয়ার রহমান ও ঈশ্বরদী থানার এস আই পারভেজসহ একটি দল মজিদ আহসান পাশার বিপাশা কুঠির নামের ওই বাড়িতে অভিজান চালিয়ে ১০০ গ্রাম হিরোইন নগদ ৩৫ হাজার টাকা, হিরোইন মাপার দাড়িপাল্লা ও বিভিন্ন উপকরনসহ তিন জনকে আটক করেছে পুলিশ। অপর একজন আসামী শেরশাহ রোডের বাসিন্দা মাজহারুল ইসলাম পাটোয়ারীর ছেলে মোঃ শাহিন হোসেন পাটোয়ারী (৩৯)।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) রমজান আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের নামে ঈশ্বরদী থানায় মাদক সেবন ও মাদক বিক্রির অনেক মামলা রয়েছে। আটক তিনজনের নামে ঈশ্বরদী থানায় মাদক দ্রব্য আইনে মামলার পর তাদেরকে পাবনা জেল-হাজতে প্রেরন করা হয়েছে।