Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে মামলা হয়েছে।

২০১২ সালে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনসুলেটে যখন হামলা হয় তখন নিহত হন শন স্মিথ ও টায়রন উডস। সেসময় হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। সেই মৃত্যুর জন্য হিলারি ক্লিনটনকে দায়ী করে মঙ্গলবার মামলা করেছেন ওই দুই সেনার পরিবার।
স্মিথ ও উডস এর পরিবার বলছে, হিলারি ক্লিনটন সেসময় তার ব্যক্তিগত ইমেইল ব্যাবহার করে রাষ্ট্রীয় গোপন তথ্য আদান প্রদান করেছেন। অনিরাপদ ব্যক্তিগত ইমেইল বার্তা থেকে সেসময় মার্কিন কর্মকর্তাদের অবস্থান হয়ত ফাঁস হয়ে গিয়েছিল।
দুই পরিবারের পক্ষে মামলাটি করেছে ফ্রিডম ওয়াচ গ্রুপ নামে একটি রক্ষণশীল গোষ্ঠী।
বেনগাজি কনসুলেটে ওই হামলা সম্পর্কে হিলারি ক্লিনটন মানহানিকর মন্তব্য করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
বেনগাজিতে মার্কিন কনসুলেটে ইসলামিক স্টেট গোষ্ঠীর করা হামলায় তখন মার্কিন রাষ্ট্রদূতসহ চারজন নিহত হয়েছিলেন। এর আগে গত মাসেই মার্কিন গোয়েন্দা সংস্থা এফবি আই এর পরিচালক জেমস কমি ঘোষণা করেছিলেন যে মিসেস ক্লিনটনের ব্যক্তিগত ইমেইল হ্যাক হয়ে থাকতে পারে।
এ বছরের শুরুতে এক হাউজ রিপাবলিকান কমিটির তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কোন বে আইনি কর্মকাণ্ডের অভিযোগ থেকে নিষ্কৃতি পেলেও এখন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে আবারও সেই অভিযোগের মুখোমুখি হচ্ছেন হিলারি।