খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: বাংলা দৈনিক খোলা বাজার ও খোলা বাজার ২৪ ডটকমের প্রকাশক মোঃ জহিরুল ইসলাম কলিমের বাবা আলহাজ মোঃ শামসুল হক মারা গেছেন (ইন্নালিল্লাহে…….রাজিউন)।
আজ বুধবার সকালে পিরোজপুর জেলার দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
আলহাজ মোঃ শামসুল হক দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলেন। তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
আজ বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে দৈনিক খোলা বাজার ও খোলা বাজার ২৪ ডটকম পরিবার শোক প্রকাশ করেছে।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, দৈনিক মুক্তখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রাহমান গানি ও মহাসচিব মোঃ গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, সংবাদ সংস্থা ও ই-ডেইলি “এনবিএস” এর উপদেষ্টা সম্পাদক ডেপুটি এ্যাটর্নি জেনারেল এডভোকেট হারুন-অর-রশিদ এবং সম্পাদক ও প্রকাশক সুলতানা রাবিয়া, সাংবাদিক আবদুল্লাহ আল মাসুমসহ প্রমুখ।