খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: দেশী-বিদেশী লুটেরা গোষ্টির স্বার্থ রক্ষার আর ভারী করতেই গণবিরোধী চাচ্ছে বলে অভিমত প্রকাশ করে ২০ দলীয় জোট নেতা ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, জনস্বার্থ বিরোধী বর্তমান আওয়ামী সরকার আগের মেয়াদেও কয়েকবার গ্যাসের মূল্যবৃদ্ধি করেছিল। গ্যাসের মূল্যবৃদ্ধি করতে সরকারের অজুহাত জনবিরোধী ও আেইনি।
আজ বুধবার সকালে নয়াপল্টস্থ যাদু মিয়া মিলনায়তনে ‘গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে’ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
ন্যাপ নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজু‘র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ন্যাপ সম্পাদক মোঃ কামাল ভুইয়া, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মোঃ আনছার রহমান শিকদার, যুব নেতা জিল্লুর রহমান পলাশ, আবদুল্লাহ আল মাসুম, শ্রমিকনেতা আবদুল্লাহ আল কাউছারী, স্বেচ্ছাসেবক নেতা আবদুর রহিম বাদশাহ, নারী নেত্রী বাসন্তি বরুয়া বাবলী, ছাত্র নেতা ছাত্রনেতা এইচ.এম. মেহেদী হাসান প্রমুখ।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, মাত্র ৬ মাস পূর্বে গ্যাসের মূল্যবৃদ্ধি করে এখন আবার মূল্যবৃদ্ধির প্রস্তাব জনগনের সাথে নিষ্ঠুর তামাশা আর পরিহাশ করার মত ধৃষ্টতা। এর মাধ্যমে প্রমানিত হলো সরকার জনগনের প্রতিনিধিত্ব করে না। যেহেতু বিনাভোটে তারা সরকার গঠন করেছে, সেহেতু জনগনের কাছে তাদের কোন জবাব দিহিতা নাই। তারা প্রকৃত অর্থে লুটেরাগোষ্টির স্বার্থ রক্ষা করতেই গ্যাসের মূল্যবৃদ্ধি করছে। তিনি বলেন, দেশর মানুষের স্বার্থের কথা বিবেচনা না করে গণবিরোধী যে সিদ্ধান্ত গ্রহন করেছে তার কারনে দেশের অর্থনীতিতে কু-প্রভাব প্রভাব পড়বে। উৎপাদন ও রপ্তানি খাতে বিরুপ পড়তে পারে। প্রকৃত অর্থে দেশের জনগনের অর্থে লালিত জ্বালানী মন্ত্রণালয় জনগণের স্বার্থ রক্ষা করে না বহুজাতিক লুটেরাদের স্বার্থ রক্ষার ব্যস্ত।
এম. গোলাম মোস্তফা ভুইয়া গ্যাসের মূল্যবৃদ্ধির জনস্বার্থ বিরোধী এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানিয়ে বলেছেন, গ্যাসের বর্ধিতমূল্য জনগণ মেনে নেবে না, নিতে পারে না। উচ্চমূল্যের এই বাজারে সরকারের এই সিদ্ধান্ত জনগণের উপর নতুন করে দুর্দশা বাড়িয়ে দিবে। সরকার স্বেচ্ছাচারি হয়ে, গণরায়কে উপেক্ষা করে মূল্যবৃদ্ধির যে সিদ্ধান্ত নিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাকাল জনগণ কোনোভাবেই তা মেনে নিতে পারে না।
সভাপতির বক্তব্যে সৈয়দ শাহজাহান সাজু বলেছেন, দেশে ভয়াবহ বণ্যা চলছে। মানুষ পানি বন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন। ঠিক সেই মুহুর্তে সরকারের ঘ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্থাব ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ অবস্থা। তিনি দেশের সকল রাজনৈতিক দল, শ্রেণী-পেশার মানুষকে সরকারের গ্যাসের মূল্যবৃদ্ধির মত গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে প্রয়োজনে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান।