খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: হোসেন দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ীর মাদিলাহাটে তেলের দোকানে অগ্নি কান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ ঐ পরিবারের চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার আরো ২ জনের মুত্যু হয়েছে। মৃত্যুবরণকারী মোঃ বাবলু মিয়ার এক মাত্র পুত্র রণিবাবু(১৮)ও বাবলু মিয়ার স্ত্রী মোছাঃ রুপিয়া বেগম।
গত ০৬ জুলাই শনিবার সন্ধা সাড়ে ৭টায় ফুলবাড়ী উপজেলা থেকে ৮ কিলোমিটার দুরে মাদিলাহাট বাজারে তেলের দোকানে ঐ অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের বাবলু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম(৫৫), মেয়ে মোছাঃ মনিরা খাতুন(১৪) ও ছেলে মোঃরনিবাবু (১৮) অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রোববার ভোরে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পথে মনিরার মৃত্যূ হয়। এর ৩দিন পর গতকাল বুধবার সকাল ৭টায় ঢাকা শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মোঃ বাবুল মিয়ার পুত্র রণিবাবু মৃত্যু হয় এবং কিছ্ক্ষুণ পর তার স্ত্রী মোছাঃ রুপিয়া বেগম মৃত্যু বরণ করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়ানেমে আসে।