খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: আটক জেএমবি সদস্যরা আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার দুপুরে র্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।
তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা আত্মঘাতী হামলার পূর্ণপ্রস্তুতি নিয়েছিলো। অপেক্ষায় ছিলো শুধু নির্দেশনার। একজন আমির তাদের নির্দেশনা দিতো। আবার এসব কিছু হতো সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম ও থ্রিমায়।
এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জেএমবির ছয়জনকে আটক করে র্যাব।
তারা হলেন-মোস্তাফিজুর রহমান ওরফে সিফাত (২৭), জাহিদ হাসান ওরফে মাইন (২১) , মো. নয়ন হোসেন (২১), জাহিদ আনোয়ার ওরফে পরাগ (২২), মো. জিয়াবুল হক (২৪) এবং মো. তাজুল ইসলাম ওরফে তাজুল (২৯)।