Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: : পঞ্চগড়ের আটোয়ারীতে সরকারী ভাবে অভ্যন্তরীন বোরো চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল বুধবার সকালে উপজেলার ফকিরগঞ্জ খাদ্য গুদামে ফিতা কেটে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহের উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগরে সাধারণ সম্পাদক মো: তৌহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. শামীম ইকবাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আফতাবর রহমান, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ আলিফ রেজা, মিল চাতাল ব্যবসায়ী মো. মোজাক্কারুল আলম চৌধূরী কচি, মো: শাহাদাত হোসেন, সিবলু ও উপজেলার অন্যান্য বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ সহ স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চলতি মৌসুমে উপজেলার ৬ ইউনিয়নের মিল মালিকদের কাছ থেকে প্রতি কেজি চাল ৩২ টাকা দরে ১৫৫১ মেঃ টন বোরো চাল সংগ্রহ করা হবে বলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান