খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল ও হরিপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত নেতা নইমুদ্দিনসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (০৮ আগস্ট) দিবাগত রাত থেকে মঙ্গলবার (০৯ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক অন্যরা হলেন- নীলফামারী জেলার সদর উপজেলার দন্দরি সর্দারপাড়া গ্রামের নিসার উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (১৮), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেড়–য়াবাড়ী (দক্ষিণপাড়া) গ্রামের হযরত আলীর ছেলে ফরিদুল ইসলাম (২১), একই গ্রামের আ. খালেকের ছেলে জাহেদুর ইসলাম (২০), ওমের আলীর ছেলে আলামিন (২১), একই জেলার কাঁচাকাটা থানার জলিরচর গ্রামের মহর আলির ছেলে আ. আওয়াল (১৮)। তারা হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের রনি রানা নামের এক ব্যক্তির বাড়িতে বেশ কিছুদিন ধরে রয়েছে। গোপন সংবাদে ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানা যায়। এছাড়া আরো তিনজন বিভিন্ন মামলার ওয়েরেস্টভূক্ত আসামি। ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান আমাদের প্রতিনিধিকে জানান, নাশকতায় অর্থায়ন করতে পারে এমন অভিযোগে জামায়াত নেতা নইমুদ্দিনকে সন্ধ্যায় আটক করা হয়েছে। এদিকে হরিপুর থানার ওসি রুহুল কুদ্দুছ বলেন, জঙ্গি এবং নাশকতা প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী গ্রামে অভিযান চালিয়ে ৮ জনকে তাদের আটক করা হয়েছে।