Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: মুন্সীগঞ্জ : যে কোন মূল্যে মুন্সীগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার অঙ্গিকার করেছেন মুন্সীগঞ্জে সদ্য যোগদানকারী পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। মুন্সীগঞ্জ জেলায় যোগদান করেই পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। বুধবার বিকাল ৫ টার সময় পুলিশ সুপার কার্যালয়ে জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ জেলা শাখার সাংবাদিকদের সাথে সৌজন্য স্বাক্ষাতে তিনি এ কথা বলেন, তিনি আরো বলেন, মাদকের সাথে কোন আপোষ নয়। মাদকের সাথে জরিত ব্যক্তি কোন দলের তা দেখার সময় নেই। মাদকের সাথে জরিত ব্যক্তিদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে। বর্তমানে প্রিন্ট মিডিয়ার চেয়ে অনলাইন মিডিয়া অনেকটা এগিয়ে আছে। তিনি আরো বলেন, আমি কথায় নয় কাজে বিশ্বাসী। মুন্সীগঞ্জ জেলাকে মাদক মুক্ত করতে অনলাইন মিডিয়ার সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য দৈনিক সংবাদ এর জেলা প্রতিনিধি মাহাবুবুল আলম লিটন, জাতীয় অনলাইন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুস সালাম, সাধারন সম্পাদক এম.এম.রহমান, দপ্তর সম্পাদক কায়সার সামির, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহীন পাঠান,কার্যকরী সদস্য রোবেল মাদবর, জাহাঙ্গীর আলম প্রমুখ।