Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: : ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া শ্রীরামপুর এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ আট জন আহত হয়েছেন। বুধবার (১০ আগস্ট) দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-সদর উপজেলার নারায়ণপুর গ্রামের রিয়াজ উদ্দিনের স্ত্রী রুপবান বানু (৪৫), হাটগোপালপুরের আব্দুল লতিফের ছেলে জসিম উদ্দিন (৩৫), কালা লক্ষীপুরের মাহাতাব মন্ডলের স্ত্রী কুলছুম (৫০), মেহেরপুরের গাংনী উপজেলার আকুবপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে ইন্তাজুল হক (৩৩), ঢাকার গাজীপুর জেলার শ্রীপুরের রিয়াজ উদ্দিনের ছেলে হাসান আলী (২৮)। বাকি তিন জনের নাম জানা যায়নি।

স্থানীয়রা সাংবাদিককে জানান, দুপুরে গোপালপুর থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে ঝিনাইদহের দিকে আসছিলো। ইজিবাইকটি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পৌঁছালে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালকসহ আট জন যাত্রী আহত হন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার সাংবাদিককে জানান, আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।