খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: রহমান রাসেল,রংপুর: বাংলাদেশ কৃষক লীগ রংপুর জেলা শাখার উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় মহানগরীর বেতপট্টিস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সহ-সভাপতি শামসুল ইসলাম লিচুর সভাপতিত্বে ও সম্পাদক শফিকুল ইসলাম যাদুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর সভাপতি শাফিয়ার রহমান সফি, সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, কোষাধ্যক্ষ আবুল কাশেম, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বকসী, কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুখু ও উমেশ দাস, সাংগঠনিক সম্পাদক রাশেদুল সিদ্দিক প্রমুখ। বক্তারা শোককে শক্তিতে রুপান্তর করে জঙ্গিবাদ ও রাজাকার মুক্ত একটি সুখী সমৃদ্ধ ও আধুনিক কৃষি নির্ভর ডিজিটাল বাংলাদেশ নির্মাণে কৃষকরতœ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে রংপুর জেলা আওয়ামী লীগের সহযোগি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।