Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

6খোলা বাজার২৪, বুধবার, ১০ আগস্ট ২০১৬: ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। পদ্মায় উত্তাল ঢেউয়ের কারণে লঞ্চ চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

বি আইডব্লিটিএ সূত্র জানায়, ঘুর্ণিঝড় মেঘমালার প্রভাবে নদীতে সৃষ্ট ঢেউয়ের কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবার রাত ৮টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়া অনুকূলে আসায় বৃহস্পতিবার সকাল থেকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুল আলম জানান, এই রুটে ২৫টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।