হিলারি ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। যুদ্ধে নিহত এক মার্কিন মুসলিম সেনার ‘গোল্ড স্টার’ পরিবার নিয়ে ট্রাম্পের নেতিবাচক মন্তব্যের সমালোচনা করে হিলারি বলেন, এ সমস্ত ঘটনার প্রতিটিই সাক্ষ্য বহন করে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও কমান্ডার অব চিফ হওয়ার মেজাজ ডোনাল্ড ট্রাম্পের নেই।
উল্লেখ্য, মঙ্গলবার নর্থ ক্যারোলিনার উইলমিংটনে এক র্যালিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগে পরবর্তী প্রেসিডেন্টের ক্ষমতা প্রসঙ্গে কথা বলছিলেন।
এ সময় তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, হিলারি সংবিধানের দ্বিতীয় সংশোধনী বাতিল করতে চান। তিনি যদি তার পছন্দের বিচারককে নিয়োগের সুযোগ পান তাহলে আপনারা কিছুই করতে পারবেন না। হয়তো সেখানে দ্বিতীয় সংশোধনীর লোকজন থাকতে পারেন, কিন্তু আমি তা জানি না। তবে আমি আপনাদের বলছি, সেটা হবে ভয়াবহতম দিন। দ্বিতীয় সংশোধনীর সমর্থক কিংবা অস্ত্র ব্যবহারকারীরা হয়তো হিলারির বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে বলা আছে, নিজস্ব নিরাপত্তার জন্য যেকেউ বৈধ অস্ত্র বহন করতে পারবে।