খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬: পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের অধ্যাদেশ জারি করার প্রতিবাদে ৫টি বাঙ্গালী সংগঠনের ডাকে রাঙামাটিতে দ্বিতীয় দিনের মতো
বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল চলছে। হরতালের কারণে শহরের তবলছড়ি, রিজার্ভ বাজার, বনরূপা, কলেজ গেইট এলাকায় সকল দোকান পাট বন্ধ রয়েছে। জেলার বাইরে ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে রাঙামাটি জেলার ৬টি নৌ-রুটে কোন নৌযান চলাচল করছে না।
তীব্র বৃষ্টির মধ্যে হরতালের সমর্থন মাঠে নামে সংগঠন ৫টির নেতাকর্মী ও সমর্থকরা। রাঙামাটি শহরের বিভিন্ন স্থানে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে বাঙালী সংগঠনগুলো।
এদিকে, হরতালে নাশকতা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া, রাঙামাটির ১০টি উপজেলায়ও হরতাল চলছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, গত ১ আগস্ট ঢাকায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন সংশোধনের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদন দেয়ার পর ৮ আগস্ট আইন আকারে অধ্যাদেশ জারি করা হয়। এ আইন বাতিলের দাবিতে পার্বত্য চট্টগ্রামের ৫টি বাঙ্গালী সংগঠন দু’দিন ধরে তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী পালন করছে।