Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬:  সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে ৪ নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে দশটার দিকে মৃতদের খবর গ্রামের বাড়ী নলডাঙ্গা এলাকার খাজুরা এলাকায় পৌছালে পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মৃত ব্যক্তিরা হলেন, নলডাঙ্গা উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন(৩৪), খাজুরা জর্ণাদ্দনবাটি গ্রামের গফুর মোল¬ার ছেলে জামাল হোসেন মোল¬া (৪৫), আজের আলীর ছেলে অসীম (২৭) ও খাজুরা ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫)।
নিহতদের পরিবার সূত্র জানায় সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি কারখানায় সোফা তৈরির কারখানায় কাজ করতেন ওই ৪ ব্যক্তি।
বুধবার বিকেলে কাজ করার সময় এয়ারকুলারে বৈদ্যুতিক শটসার্কিটে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তার আগেই পুড়ে তাদের মৃত্যু হয়।
মৃত অসীমের বাবা আজের আলী জানান, তার উপার্জনক্ষম ছেলেটিকে হারিয়ে পরিবারের সবাই ভেঙ্গে পড়েছে। অন্যদেরকেও শান্তনা দিয়ে রাখা যাচ্ছেনা। খাজুরিয়া গ্রামের অধিবাসী বকুল মাস্টার জানান , ৪জনের মৃত্যুর খবর পৌছানোর পরই খাজুরিয়া এলাকায় শোকের ছায়া নেমে আসে । পরিবারগুলোতে চলছে শোকের মাতম।
খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, রাত ১০টার সময় নিহতদের পরিবার তাকে এ খবর জানায়। এ খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।