Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

40খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬: বাগেরহাট : দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মংলা মৌসুমী নিম্নচাপের প্রভাব কাটিয়ে কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। যথারীতি পণ্য লোড-আনলোড কার্যক্রম চলছে ।
বৃহস্পতিবার সকাল থেকে মংলা বন্দরের হারবারিয়া এবং বেস ক্রিক এলাকায় থাকা ছয়টি জাহাজের পণ্য খালাস করা হচ্ছে।
মংলা সমুদ্র বন্দরের হারবার বিভাগ থেকে জানা গেছে, বর্তমানে বন্দরের পণ্যবাহী মোট ছয়টি জাহাজ রয়েছে। এর মধ্যে দু’টি বেস ক্রিক এলাকায় এবং বাকি চারটি জাহাজ হারবারিয়ায় নোঙর করে খালাশ করছে।
মংলা বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপক আব্দুস ছালাম জানান, নিম্নচাপের প্রভাব কাটিয়ে ভারী বৃষ্টিপাত না থাকায় সকাল থেকে বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে বন্দরের অবস্থান করা জাহাজের পণ্য খালাস ও বোঝাই কাজ।
এর আগে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের কারণে গত দুই দিন ধওে মংলা সমুদ্রবন্দরে পণ্য খালাস ও বোঝাই কাজ বন্দ ছিল।