খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬: আলী, নওগাঁ : নওগাঁয় সুজনের উদ্যেগে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে নাগরিকদের করনীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন সুজন সুশাসনের জন্য নাগরিক কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। বৃহষ্পতিবার সকালে নওগাঁ জেলা মডেল প্রেস ক্লাবে সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটি এর আয়োজন করেন। সুজন সুশাসনের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলালের সঞ্চালনায় অন্যান্যোর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাশেদুল হক, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভীন আকতার, সুজনের রাজশাহী বিভাগের সমন্বয়কারী জাকারুল ইসলাম জাকির, নওগাঁ দূর্নিতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারন সম্পাদক আতিকুর রহমান, নওগাঁর সমন্বয়কারী আছির উদ্দিন, সুজনের সহ-সভাপতি হারুনুর রশীদ, বদলগাছী উপজেলার সাধারন সম্পাদক রেজাউল নবী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে নাগরিকদের উপর বিস্তারিত আলোচনা করেন।