খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬: মো.আককাস আলী, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলা মৎস সমিতির সভাপতি সফল মৎসচাষী আব্দুল মজিদ দীর্ঘ দিন থেকে মৎস চাষ করে নওগাঁ জেলায় সবার নজর কেড়ে নিয়েছেন। ইতিমধ্যে তিনি বিভিন্ন পুকুরে বড় বড় মাছ তৈরী করে মৎস শিকারীদের উৎসাহ যোগীয়েছেন এবং নওগাঁ জেলাসহ দেশের বিভিন্ন জেলার মৎস শিকারীরা আব্দুল মজিদের পুকুরে মাছ শিকার করার জন্য ভীড় জমায়। তিনি জেলা শহরসহ বিভিন্ন জেলার মৎস শিকারীরা তাকে এক নামে চিনেন। আব্দুল মজিদ ধনাট্য পরিবারের সন্তান। তিনি ছোট বেলা থেকেই মৎস চাষের উপর ঝুকে পড়েন এবং জেলায় বিখ্যাত মৎস চাষী হিসাবে পরিচিতি লাভ করেন। আব্দুল মজিদ জানান, মাছে-ভাতে বাঙ্গালী। আমরা মাছ খেয়ে দেহের আমিষ মিটায়। তিনি জানান, প্রতি বছর সরকার বাহাদুরের পক্ষ থেকে উপজেলা মৎস অধিদপ্তর মৎস সপ্তাহ পালন করে মৎস চাষীদের বেগমান করছেন এবং উপজেলার মৎস চাষীরা মৎস চাষে ঝুকে পড়ছেন।