খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬: ,ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে রামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হক সরকারের দায়িত্ব গ্রহন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে রামপুর ইউিিনয়ন পরিষদের এক সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যান নাজমুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জুলহাস। ইউনিয়ন সচিব আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব,সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, ইউপি সদস্য শাহাজাহান সরকার,মুনায়েম খান প্রমূখ।
সভাপতির বক্তব্যে নবনির্বাচিত নাজমুল সরকার বলেন আমাকে রামপুর ইউনিয়ন বাসী নির্বাচিত করেছে তাদের সেবা করার জন্য। আমি আজ প্রথম দিন আপনাদের কথা দিচ্ছি রামপুর ইউনিয়ন বাসীর জন্য আমি নিবেদিত প্রান হিসেবে কাজ করব। আমার বাবাও এ পরিষদের চেয়ারম্যান থাকার সময় নিজেকে জনগনের সেবায় বিলিয়ে দিব। আমি এ ইউনিয়নকে একটি ডিজিটাল ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।