খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬: : মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসার সিনিয়র কম্পিউটার শিক্ষক আব্দুস সালামকে মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুবুর রহমান বুধবার ঘন্টাব্যাপী শ্রেনীকক্ষে জোরপূর্বক অবরুদ্ধ করে রাখে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে মাদ্রাসার সকল ছাত্র ও শিক্ষকরা ক্লাস বর্জন করেন। মাদ্রাসার সকল ছাত্র ও শিক্ষকরা সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মাদ্রাসার পাশে প্রধান সড়কে প্রায় তিন ঘন্টা মানব বন্ধন করেন। মানব বন্ধনে ছাত্র শিক্ষকরা অধ্যক্ষের অপসারন দাবি করে বলেন, সাত দিনের মধ্যে অধ্যক্ষকে অপসারন না করা হলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারী উচ্চারন করে।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ মাদ্রাসায় বিভিন্ন সময়ে নানা অনিয়ম ও দূর্নীতি করে আসছিল। সর্বশেষ অধ্যক্ষ নিয়ম বহি:ভূতভাবে তার আপন ভাগিনা শাকিব কামালকে অর্থনীতি শিক্ষক হিসাবে এবং তার আপন ভাতিজি আকলিমা আক্তারকে সহকারী শিক্ষকা হিসাবে নিয়োগ দেন। অধ্যক্ষের মদদে তার আপন ভাগিনা মাদ্রাসার বিভিন্ন ছাত্রীদের সাথে যৌন মিলন করেন আর সেটা ভিডিওতে ধারন করেন। এমন একটি ভিডিও গত- মাসে ছাত্রদের হাতে চলে আসে। আব্দুস সালাম প্রথমে এই পণ্য ভিডিওর ব্যাপারে প্রতিবাদ করেন। পরে এটা নিয়ে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে। মাদ্রাসার ছাত্ররা ডকুমেন্টসক জেলা প্রশাসক বরাবর আবেদন করে। ছাত্রদের অভিযোগটি আমলে নিয়ে জেলা প্রশাসক মাদ্রাসার অধ্যক্ষ ও তার ভাগিনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রনালয়, মাদ্রাসা শিক্ষাবোর্ড ও পুলিশ সুপারকে চিঠি প্রেরন করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদ্রাসার অধ্যক্ষ কম্পিউটার শিক্ষক আব্দুস সালামকে অবরুদ্ধ করে রাখেন।