খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬: স্বাভাবিক জীবনে ফেরার জন্য নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের তিন নেতা যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে অভিভাবকরা এই তিনজনকে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের কাছে হস্তান্তর করেন। পরে দুপুর ৩টায় পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম মনির-উজ-জামান সংবাদ সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন।
আত্মসমর্পণকারী তিনজন হলেন, যশোরের শহরতলী খোলাডাঙ্গা কদমতলা এলাকার শফিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইয়াসির সজল (৩২), ধর্মতলা মোড়ের আবদুস সালামের ছেলে রায়হান আহমেদ (২০) এবং খোলাডাঙ্গা কদমতলা এলাকার এ কে এম শরাফত মিয়ার ছেলে মেহেদি হাসান পাশা (২০)।
এঁরা তিনজনই হিজবুত তাহরিরের নেতা। সাদ্দাম ইয়াসির সজলের পদবি মোশরেক। বাকি দুজনের পদবি শাবাব। ক্যাডারভিত্তিক এ সংগঠনটিতে মোশরেক অপেক্ষাকৃত উঁচু পদ।
সম্প্রতি যশোর পুলিশ যে পাঁচ জঙ্গির ছবিসহ পোস্টার প্রকাশ করে সেখানে রায়হান আহমেদের নামও রয়েছে।
সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেন, যেহেতু এই তিন তরুণ উগ্রপন্থী সংগঠন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে, তাই এঁদের সেই সুযোগ দেওয়া হবে। এঁদের বিষয়টি মানবিকভাবে দেখা হবে।
জেলার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আত্মসমর্পণের পর তিনজনকে গোয়েন্দা (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। তাঁদের ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হবে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুর রহমানসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।