খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০১৬: , শেরপুর : শেরপুরের ঝিনাইগাতীতে সরকারিভাবে বোরো চাল সংগ্রহের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা। এ উপজেলায় সরকারী ভাবে চাউল ক্রয়ের বরাদ্দ ৯শ ৪৪ মেঃ টন চাউল ক্রয়ের অনুমোদন পান। তারই ধারাবাহিকতায় উক্ত বরাদ্দের চাউল ক্রয়ের জন্য আজ বেলা দুপুর ১২ টায় আনুষ্ঠানিক ভাবে মিল মালিকদের নিকট হইতে চাউল ক্রয়ের শুভ উদ্ধোধন করেন। উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, ঝিনাইগাতী উপজেলার ওসিএলএসডি আশরাফুল আলম, ঝিনাইগাতী ক্ষুদ্র বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ সামচ্ছুদ্দোহা বাচ্চু, খাদ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া। এছাড়াও মিল মালিক সমিতির সভাপতি, সম্পাদকসহ অন্যান্য মিল মালিক ও চাউল ব্যবসায়ীর সদস্যগণ। ঝিনাইগাতী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্বাস উদ্দিন ও ঝিনাইগাতী উপজেলার স্থানীয় জ্ঞন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রকাশ থাকে যে, উক্ত অনুষ্ঠানে ঝিনাইগাতী খাদ্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকারিয়া উল্লেখ্য করেন ৬৬জন মিল মালিকের সঙ্গে সরকারী ভাবে চাউল ক্রয়ের চুক্তিনামা স্বাক্ষরিত হয়। উল্লেখ্য, বিগত বছরের চেয়ে এ বছর ৩ ভাগের ১ ভাগ চাউল সরকারী ভাবে ক্রয় করার সিদ্ধান্তের কারণে মিল মালিকদের চাহিদার তুলনায় অপ্রতুল বলে উল্লেখ্য করেন। তাই সরকারী ভাবে চাউল ক্রয়ের সিদ্ধান্ত আরও বৃদ্ধি করার দাবী জানান উক্ত মিল মালিকগণ। যে কথা না বললেই নয় সরকারী ভাবে ধান ও চাউল ক্রয় করার ফলে কৃষকেরা ধানের ন্যায্য মূল্য পাওয়ায় তাদের মুখে এখন হাঁসি। কিন্তু বিগত সময় ধানের মূল্য কম থাকায় কৃষকেরা উৎপাদন খরচের চেয়ে কম মূলে ধান বিক্রি করে অনেক দরিদ্র কৃষকের লোকসান গুনতে হয়েছে। কিন্তু এ বছর সরকারী সিদ্ধান্তের ফলে কৃষকরা ধান বিক্রি করে লাভের মুখ দেখতে পাচ্ছে। এতে কৃষকরা উৎপাদনে উৎসাহিত হবে।