খোলা বাজার২৪, শুক্রবার, ১২ আগস্ট ২০১৬ : ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এমপি বলেছেন, দেশ এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। শুধু তাই নয়, এদেশের চাল এখন বিদেশেও রপ্তানি হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনা ও পরিকল্পনায় দেশকে দারিদ্রমুক্ত করে মধ্যম আয়ের দেশে এগিয়ে নিয়েছে বর্তমান সরকার। এ সরকারের ভিশন বাস্তবায়িত হলে এদেশ উন্নত দেশে পরিণত হবে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার প্রসাদপুর খাদ্য গুদামে বোরো মৌসুমের চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, উন্নয়নকে বাধাগ্রস্থ করতে স্বাধীনতা বিরোধী চক্র বিদেশি অতিথিদের হত্যা করে এদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর চক্রান্ত করছে। কিন্তু তাদের এ চক্রান্ত কখনই সফল হতে দেয়া হবে না। দেশের জনগনকে সাথে নিয়ে সকল সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখে দেয়ার আহবান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান খানের সভাপতিত্বে খাদ্য গুদাম চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন, নওগাঁর সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, নওগাঁ জেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল কবীর প্রমুখ।
উল্লেখ্য, প্রসাদপুর খাদ্য গুদামে চলতি বোরো মৌসুমে ৫৬৭ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্য মাত্র নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক পরে ইউএনও’র কার্যালয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ৩ লাখ ৩০ হাজার টাকার চেক ১৩ জনের মাঝে বিতরণ করেন।