খোলা বাজার২৪, শুক্রবার, ১২ আগস্ট ২০১৬ : হোসেন, তানোর : রাজশাহীর তানোরের সরনজাই ইউনিয়ন পরিষদ ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য ‘মেম্বার’ মাহাতাব উদ্দীনের বিরুদ্ধে শ্রেণী পরিবর্তন ও জালিয়াতির মাধ্যমে সরকারি খাস সম্পত্তি জবরদখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসন থেকে বার বার ঘর নির্মাণ বন্ধের জন্য নোটিশ দেয়া হলেও মাহাতাব উদ্দীন সেই নোটিশ আমলে না নিয়ে ঘর নির্মাণ বজায় রেখেছেন, কিšত্ত অজ্ঞাত কারণে প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা না নিয়ে নিরব রয়েছে। ফলে এই ঘর নির্মাণ করা নিয়ে এলাকায় দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় গ্রামবাসির পক্ষে মুন্তাজ আলী বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন। এদিকে এসব সম্পত্তি জবরদখল করাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগে প্রকাশ, সরনজাই ইউপির মৌজা সরনজাই, জেল নম্বর ১১০. খতিয়ান নম্বর ১, দাগ নম্বর ৩৪৭৯, শ্রেণী পুকুর পাড়, পরিমাণ ০.০৮ একর সম্পত্তি জবরদখল করে সেখানে মেম্বার মাহাতাব উদ্দীন অবৈধ ভাবে পাকা ঘর নির্মাণ করছেন। অপরদিকে এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস থেকে ‘উচ্ছেদ কেস নম্বর ০১/ঢ১১১ ২০১৬/১৭’ মাহাতাব উদ্দীনকে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ ও সরিয়ে নেয়ার জন্য নোটিশ দেয়া হয়।
জানা গেছে, উপজেলা ভূমি অফিস থেকে চলতি বছরের ১৫ জুন ১৬৪ নম্বর ও ০০.০০০.৮১৯৪.০০.০০০.০০.১৬ নম্বর স্বারকে মাহাতাব উদ্দীনকে নোটিশ দিয়ে নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে নিজ খরচে ও দায়িত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বলা হলো অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশপাশি আগামি ৩১ জুলাই রোববার সকাল ৯টায় উপজেলা ভূমি অফিসে এ বিষয়ে শুনানী গ্রহণ করা হবে শুনানীতে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে বলা হয়। কিšত্ত ইউপি সদস্য মাহাতাব উদ্দীন উপজেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে অবৈধ স্থাপনা নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ইউপি সদস্য ও বিএনপি নেতা মাহাতাব উদ্দীন এলাকার কিছু মাদকসেবীদের নিয়ে রাতারাতি ওই সম্পত্তি জবরদথল ও সেখানে পাকা ঘর নির্মাণ শুরু করেছে। গ্রামের কেউ বাধা দিতে গেলেই উল্টো তার বিরুদ্ধে মামলা দেয়ার ভয় দেখানো হচ্ছে। এসব বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মাহাতাব উদ্দীন জানান, জায়গাটি অনেক আগেই পত্তন হয়েছিল। আমি ক্রয় করে নিজের নামে খাজনা খারিজ করেছি এতে সমস্যা কিশের। এ বিষয়ে ইউপি ভূমি অফিসের কর্মকর্তা ‘তহশীলদার’ ইকবাল কাশেম জানান, এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে মেম্বার সাহেবকে পাকা ঘর নির্মাণ কাজ স্থগিত রাখতে বলা হলে তিনি উল্টো আমাকে হুমকি দেন। এ ব্যাপারে উপজেলা ভূমি অফিসের কানুনগো আনিছুর রহমান জানান, সরকারি খাস সম্পত্তি শ্রেণী পরিবর্তন করে খাজনা-খারিজ করার কোনো সুযোগ নাই। তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত খোজখবর নিয়ে দেখা হবে ও অভিযোগের সত্যতা পাওয়া গেলে দখলকারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বলেন, এ বিষয়ে সরেজমিন তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সাহেবকে নির্দেশ দেয়া হয়েছে।