Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

27খোলা বাজার২৪, শুক্রবার, ১২ আগস্ট ২০১৬ : পীরগাছায় ব্রিজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রিজের ছাদ ও পিলার ধসে পড়েছে। উপজেলার পারুল ইউনিয়নের সিদাম বাজার থেকে সুন্দর গ্রাম সড়কের নালার ওপর ৪৭ লাখ টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। ব্রিজটি নির্মাণে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম করে নামমাত্র উপকরণ ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কাগজে-কলমে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম লেখা থাকলেও উপজেলা প্রকল্পের বাস্তবায়ন কর্মকর্তা নিজেই ব্রিজটির নির্মাণ কাজ শুরু করেন। ব্রিজটি নির্মাণের শুরুতে নামমাত্র রড ও রডের পরিবর্তে কাঠ ও বাঁশ ব্যবহার করা হয়। এছাড়াও নিম্নমানের সিমেন্টসহ অন্যান্য উপকরণ ব্যবহার করায় ছাদ ঢালাইয়ের সময় ছাদসহ একাধিক পিলার ধসে পড়ে। ফলে ব্রিজটি পুনঃনির্মাণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া অর্থ দিয়ে পীরগাছা উপজেলায় ৩০টি ব্রিজ নির্মাণ করা হয়। অধিকাংশ ব্রিজ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ব্রিজ নির্মাণ কাজে তদারকী অফিসার গোলাম কিবরিয়ার যোগসাজশে সংশ্লিষ্ট ঠিকাদার নামমাত্র কাজ করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। পারুল ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ খান জানান, ব্রিজটি নির্মাণাধীন অবস্থায় ছাদ ও পিলার ধসে পড়েছে। জেলা ত্রাণ কর্মকর্তা ফরিদুল হক বলেন, এ ধরনের অনিয়ম হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম কিবরিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি কিছুই জানেন না বলে জানান।