খোলা বাজার২৪, শুক্রবার, ১২ আগস্ট ২০১৬ : জেলার নাচোলে এক ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমান আদালত ৩ মাসের সাজা প্রদান করেছেন।
শুক্রবার নাচোল উপজেলার মহিলা কলেজের সামনে অবস্থিত নাচোল ইসলামী ক্লিনিক এ্যান্ড ডায়াগনোস্টিক সেন্টারে গোপন সংবাদের ভিত্তিত্বে নাচোল থানা পুলিশ অভিযান চালিয়ে মিলন (৩০) নামের এক ভ’য়া ডাক্তারকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ’মি )সরকার অসীম কুমার মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল ২০১০এর ২২/১ধারায় তাকে ৩মাসের সাজা প্রদান করেন।সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, প্রতারক মিলন আইচএইচটি’র রাজশাহী’র শেষ বর্ষের ছাত্র। নিজেকে এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য ও এফসিপিএস সার্জন হিসাবে পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় চিকিৎসার নামে অপচিকিৎসা চালিয়ে আসছিলো। প্রায় ২সপ্তাহ যাবৎ নাচোল ইসলামী ক্লিনিকের চেম্বার করছিল। সে গোমস্তাপুর উপজেলার দারাবাজপুর গ্রামের বিজনশীল এর ছেলে বলে জানাগেছে।