খোলা বাজার২৪, শুক্রবার, ১২ আগস্ট ২০১৬ : কাঁধের অস্ত্রোপচার শেষে এখন সুস্থ মুস্তাফিজুর রহমান; তবে এখনও হাসপাতালেই আছেন। ব্যথা অনুভব করলে শুক্রবার রাতটাও বাংলাদেশের এই তরুণ পেসারকে হাসপাতালে থাকতে হতে পারে।
সার্জন অ্যান্ড্রু ওয়ালেস শুক্রবার সকালে ক্রমওয়েল হাসপাতালের কেবিনে মুস্তাফিজকে দেখে গেছেন। স্থানীয় সময় দুপর একটায় আবার তাকে দেখবেন সার্জন। সেই সময় পর্যন্ত ব্যথা অনুভব করলে হাসপাতাল থেকে ছাড়া পাবেন না মুস্তাফিজ।
হাসপাতালের কেবিনে বাংলাদেশের তরুণ পেসারের পাশে থাকা বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, মুস্তাফিজের ব্যথা তীব্র নয়, সহনীয় পর্যায়েই রয়েছে। মুস্তাফিজ সুস্থ এবং ভালো আছেন।
দেবাশীষ জানান, সার্জন ওয়ালেসের পরামর্শ অনুযায়ী মুস্তাফিজের ফিজিও কর্মসূচি শুরু হয়ে গেছে। প্রতি দুই ঘণ্টা পর পর তাকে ব্যায়াম করনো হচ্ছে।
লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে গত বৃহস্পতিবার মুস্তাফিজের বাঁ কাঁধে অস্ত্রোপচার করেন অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন ওয়ালেস। ধারণা করা হয়েছিল, শুক্রবার সকালেই মুস্তাফিজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।