খোলা বাজার২৪, শুক্রবার, ১২ আগস্ট ২০১৬ : সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল আর নেই। বৃহস্পতিবার রাতে ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি বেশ কিছু দিন ধরেই কিডনি জটিলতাসহ নানা রোগে ভুগছিলেন। কিছু দিন আগে তিনি চিকিৎসার জন্য কলকাতার রবীন্দ্রনাথ ঠাকুর হাসপাতালে ভর্তি হন। গত রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফজলুর রহমান পটলের সংসদীয় এলাকা নাটোরের লালপুরে। তিনি রাকসুর ভিপি ছিলেন। পরিবারের একজন সদস্য জানিয়েছেন, হাসপাতালের দাফতরিক প্রক্রিয়া শেষে আজ শুক্রবার অথবা আগামীকাল শনিবার তার লাশ ঢাকায় আনা হবে।
ফজলুর রহমান পটলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এক শোকবার্তায় তিনি বলেন, ফজলুর রহমান পটলের মৃত্যুতে বিএনপি একজন জাতীয়তাবাদী নেতাকে হারাল। এ ক্ষতি অপূরণীয়। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও গভীর শোক প্রকাশ করেছেন। আরো শোক প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। তিনি এক শোকবার্তায় পটলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।