Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

2kখোলা বাজার২৪, শনিবার, ১৩ আগস্ট ২০১৬: বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িত সব অপরাধীকে চিহ্নিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় তিনি এ আবেদন জানান।
তিনি বলেন, ১৫ আগস্টের এ হত্যাকাণ্ডের আগে পরে যারা পরিকল্পনা করেছে, মদত দিয়েছে, এমনকি যারা খুশি হয়েছে তাদের প্রত্যেককে চিহ্নিত করা হোক। ষড়যন্ত্র কোথা থেকে শুরু হয়েছিলো আর কোথায় গিয়ে শেষ হলো তা তদন্ত করা হোক। প্রয়োজনে আলাদা কমিশন গঠন করে ১৫ আগস্ট জাতির জনক হত্যাকাণ্ডের তদন্ত করে বিচার করা হোক।
উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধু কখনো বিশ্বাস করতে পারতেন না, কোনো বাঙালি তাকে হত্যা করতে পারে। কিন্তু মানুষের মধ্যে কিছু অমানুষ থাকে, কিছু বিশ্বাস ঘাতক থাকে, মীরজাফর থাকে। এদের এদেশে বেঁচে থাকার কোনো অধিকার নেই।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এ মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহম্মদ মিজানউদ্দিন, শহীদ বুদ্ধিজীবীর কন্যা ডা. নুজহাত চৌধুরী, সাবেক সচিব সিরাজউদ্দিন আহমেদ প্রমুখ।