খোলা বাজার২৪, শনিবার, ১৩ আগস্ট ২০১৬: রিকি পন্টিং ১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে মুখোমুখি হয়েছেন অনেক গ্রেট ক্রিকেটারের। তার মুখোমুখি হওয়া ক্রিকেটারদের নিয়েই সেরা একাদশ বাছাই করেছেন। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই অস্ট্রেলিয়ান গ্রেট নিজেকে এই দলে রাখেননি।
এই দলে আছে অস্ট্রেলিয়ার পাঁচ জন। ওয়েস্ট ইন্ডিজের দুই জন। আর দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের একজন করে। আর এই একাদশের অধিনায়ক করেছেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারাকে।
পন্টিংয়ের একাদশে উদ্বোধনী জুটিতে সুযোগ পেয়েছেন তারই এক সময়ের দুই সতীর্থ জাস্টিন ল্যাঙ্গার ও ম্যাথু হেইডেন। তিন নম্বরে ব্যাট করবেন দক্ষিণ আফ্রিকার গ্রেট অলরাউন্ডার জ্যাক ক্যালিস। চারে অনুমিতভাবেই শচীন টেন্ডুলকার। ভারতীয় কিংবদন্তিকে ছাড়া খুব বেশি সেরা একাদশই হতে পারে না বলে মনে করেন পন্টিং।
পাঁচ নম্বরে ব্যাট করবেন ক্যারিবীয় বরপুত্র ব্রায়ান লারা। ছয়ে অধিনায়ক হিসেবে আছেন লঙ্কান গ্রেট সাঙ্গাকারা। সাত নম্বরে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে থাকছেন পন্টিংয়ের স্বদেশী অ্যাডাম গিলক্রিস্ট।
পন্টিংয়ের একাদশের বাকি চারজন বোলার। একমাত্র স্পিনার হিসেবে আছেন অস্ট্রেলিয়ান লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। এরপর পাকিস্তানি গ্রেট ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। শেষ দুজন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ফাস্ট বোলার কার্টলি অ্যামব্রোস ও অস্ট্রেলিয়ান গ্রেট গ্লেন ম্যাকগ্রা।
পন্টিংয়ের সেরা একাদশ
১. জাস্টিন ল্যাঙ্গার (অস্ট্রেলিয়া)
২. ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া)
৩. জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)
৪. শচীন টেন্ডুলকার (ভারত)
৫. ব্রায়ান লারা (ওয়েস্ট ইন্ডিজ)
৬. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
৭. অ্যাডাম গিলক্রিস্ট (অস্ট্রেলিয়া)
৮. শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া)
৯. ওয়াসিম আকরাম (পাকিস্তান)
১০. কার্টলি অ্যামব্রোস (ওয়েস্ট ইন্ডিজ)
১১. গ্লেন ম্যাকগ্রা (অস্ট্রেলিয়া)