খোলা বাজার২৪, শনিবার, ১৩ আগস্ট ২০১৬: রাজধানীর উত্তর বাসাবোর কমিউনিটি সেন্টারের পাশের একটি বাসার ছাদ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ আগষ্ট) রাত ১০টায় উত্তর বাসাবোর ১৫৭/২ বাসার ছাদ থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে তাদের মায়ের সন্ধান পাওয়া যাচ্ছে না।
তারা হলো মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬)। তাদের বাবা মাহবুবুর রহমান ঢাকা ওয়াসার কর্মকর্তা। মাহবুবুর রহমানের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। শিশু দুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত বলে স্বজনেরা জানিয়েছেন। মা তানজিন রহমান গৃহিণী। তাঁর বাবার বাড়ি খিলগাঁওয়ের বাগিচা এলাকায়।সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) নওশের আলী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। কিভাবে তাদের মৃত্যু হয় সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ঘটনার পর থেকে তাদের মায়ের সন্ধান পাওয়া যাচ্ছে না। নিহত দুই শিশু হলো মাশরাফি বিন মাহবুব আবরার (৭) ও হুমায়রা বিনতে মাহবুব তাকিয়া (৬)।
সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুছ জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে উত্তর বাসাবো কমিউনিটি সেন্টারের পাশের একটি বাড়ির ছাদ থেকে শিশু ভাইবোনের লাশ উদ্ধার করা হয়। তিনি বলেন, আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।