Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

21kখোলা বাজার২৪, শনিবার, ১৩ আগস্ট ২০১৬: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে ইব্রাহীম (২০) নামের এক বাংলাদেশী যুবককে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের ৭৬নং মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেয় তাকে। ইব্রাহীম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার শাহপদিপ মিস্ত্রী পাড়ার মৃত মহিবুল্লাহ মাঝির ছেলে।
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি’র পরিচালক লে. কর্ণেল আমির মজিদ জানান, শুক্রবার বিকালে সীমান্তের ৭৭ মেইন পিলারের কাছ দিয়ে ইব্রাহীম দালালের মাধ্যমে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এসময় গেদে বিএসএফ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। এরপর সন্ধ্যায় দু’দেশের সীমান্তরক্ষীদের মাধ্যমে ফেরত দেয় বিএসএফ। রাতেই ইব্রাহীমকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়। তিনি আরোও জানান, সে বাংলাদেশী কি না সে বিষয়ে আমাদের সন্দেহ আছে। তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে দামুড়হুদা থানায় একটি মামলা হয়েছে।