Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
3_4
 খোলা বাজার২৪, শনিবার, ১৩ আগস্ট ২০১৬: ময়মনসিংহ শহরে জনম (২২) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় জনমের মৃত্যু হয়।
জনম ময়মনসিংহ শহরের নয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি এ বছর বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান একাডেমি অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করে টাঙ্গাইলে ‘মেডিকেল ম্যাটস’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হন।

জনম হত্যার পর থেকেই একটি পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। এ ঘটনায় তার বাবা মুদি দোকানি লিটন বাদী হয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় গতকাল রাতে একটি মামলা করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মামলার বিষয়টি জানিয়ে বলেন, আসামি ধরার চেষ্টা চলছে।

নিহত জনমের মামা হাবিবুর রহমান জানান, শুক্রবার রাত সোয়া ৮টার দিকে তার ভাগ্নে জনমকে নয়াপাড়া এলাকায় নিজ বাড়ির পাশেই রাস্তায় গতিরোধ করে আকিব ও সাকিব নামের দুই যুবক,  তাদের মা, বোন ও ভগ্নিপতি। আকিবের ভগ্নিপতি ধারালো অস্ত্র দিয়ে জনমের মাথায় কোপ দেয় এবং আকিব ও সাকিব পেছন থেকে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয় শরীরে।

পরে গুরুতর আহত অবস্থায় জনমকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখান থেকে বক্ষব্যাধি হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।

হাবিবুর রহমান জানান, দুর্বৃত্তরা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের স্ত্রী, ছেলেমেয়ে ও জামাতা। তারা শহরের নয়াপাড়া এলাকায় বসবাস করে।