খোলা বাজার২৪, শনিবার, ১৩ আগস্ট ২০১৬: উত্তর অঞ্চলের পিডিবি বিদ্যূৎ বিতরণ জোনকে কোম্পানীকরণের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ও আলোচনা সভা। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ করেছেন ফুলবাড়ী আবাসিক বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারিরা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী আবাসিক বিদ্যুত সরবরাহ কেন্দ্র থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহর প্রদক্ষিণ করে আবাসিক বিদ্যুত সরবারাহ কেন্দ্রে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে বিদ্যুত সরবরাহ কেন্দ্রেই এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী আবাসিক বিদ্যুত সরবরাহ কেন্দ্রের হিসাব রক্ষক মোঃ মিলন সরকার, প্রধান অফিস সহকারী মোঃ সিদ্দিক মিঞা, শ্রমিক নেতা মোঃ জুলফিকার আলী ।আলোচনাসভায় ফুলবাড়ী আবাসিক বিদ্যুত সরবরাহ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।