Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

50খোলা বাজার২৪, শনিবার, ১৩ আগস্ট ২০১৬: অলিম্পিকে বাংলাদেশের ব্যর্থতার পাল্লাটা আরো ভারী হলো। আর্চারি, সাঁতার, শ্যুটিংয়ের পর এবার ব্যর্থতা পুরুষদের অ্যাথলেটিকসেও। অ্যাথলেট মেজবাহ আহমেদ প্রাক-বাছাই হিটেই বাদ পড়েছেন।

শনিবার পুরুষদের অ্যাথলেটিকসে ১০০ মিটার দৌড়ে প্রাক-বাছাইয়ের দুই নম্বর হিটে মেজবাহ আটজনের মধ্যে চতুর্থ হয়েছেন। এই রাউন্ডে মোট ২১ জনের মধ্যে ১৪তম হন তিনি। তাঁর টাইমিং ১১ দশমিক ৩৪ সেকেন্ড।
এর আগে সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলের হিটে ৮৮ জনের মধ্যে ৬৯তম হন সোনিয়া আক্তার। অবশ্য তাঁর টাইমিং ভালোই ছিল, ২৯ দশমিক ৯৯ সেকেন্ড।
অলিম্পিকে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের অ্যাথলেট শিরিন আক্তার। অ্যাথলেটিকসে নারীদের ১০০ মিটার দৌড়ে প্রাক-বাছাই হিটেই বাদ পড়েছেন তিনি। প্রতিযোগিতার এক নম্বর হিটে আট অ্যাথলেটের মধ্যে পঞ্চম হয়েছেন তিনি। তাঁর টাইমিং ১২ দশমিক ৯৯ সেকেন্ড।
শ্যুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলের বাছাইয়ে ২৫তম হয়েছেন বাকি। তাঁর স্কোর ৬২১ দশমিক ২। তাই বাছাই থেকেই বাদ পড়েছেন কমনওয়েলথ গেমসে রুপাজয়ী এই বাংলাদেশি শ্যুটার।
প্রতিযোগিতার এলিমিনেশন রাউন্ড থেকে বাদ পড়েছেন আর্চার শ্যামলী রায়ও। মেক্সিকোর গাব্রিয়েলা বায়ার্দোর কাছে ৬-০ পয়েন্টে হেরে যান তিনি। এর আগে গেমসে তাঁর শুরুটাও ভালো হয়নি। র‍্যাংকিং রাউন্ডে ৬৪ জনের মধ্যে ৫৩তম হয়েছিলেন তিনি।
পুরুষদের সাঁতারের ৫০ মিটার ফ্রি স্টাইলে মাহফিজুর রহমান ব্যর্থ হয়েছেন পাঁচ নম্বর হিটে আটজনের মধ্যে পঞ্চম হয়ে। তা ছাড়া মোট ৮৫ জনের মধ্যে ৫৪তম হয়েছেন এই বাংলাদেশি অ্যাথলেট। তাঁর টাইমিং ২৩ দশমিক ৯২ সেকেন্ড।