Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
download (7)
খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে পটলের মরদেহে শ্রদ্ধা জানান এবং দলীয় পতাকা দিয়ে কফিন ঢেকে দেন।

এসময় উপস্থিত ছিলেন,  বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার আমিনুল হক, ডা. জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চেীধুরী এনী, মিজানুর রহমান মিনু, আসাদুজ্জামান রিপন, খন্দকার আলী আকবর, মোসাদ্দেক আলী বুলবুলসহ বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা।

এরপরে জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজায় জানাজা শেষে পটলের মরদেহ নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।