খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৫ ফুটবলের প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রম। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান ফুটবল খেলোয়াড় (অনূর্ধ্ব-১৫) তৈরি করা জন্য এ প্রশিক্ষণ শুরু হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও জাতীয় ক্রীড়া পরিষদের যৌথ আয়োজনে সারাদেশের ন্যায় কাপাসিয়ায়ও এর কার্যক্রম চলবে। প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে গাজীপুর জেলা ক্রীড়া সংস্থা ও গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। ১২ আগস্ট থেকে শুরু হওয়া প্রশিক্ষণ ও বাছাই কার্যক্রম চলবে ১৭ আগস্ট পর্যন্ত। ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে খেলোয়াড় বাছাইতে থাকবেন বাফুফের ভালো মানের একজন প্রশিক্ষকসহ জেলা পর্যায়ের সহকারী ৪ জন কোচ।
উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি আনিছুর রহমান, গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. ওয়াজ উদ্দিন মিয়া, সহ সভাপতি আজমত আলী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক হাতেম আলী, কাপাসিয়া উপজেলা যুবলীগ সভাপতি মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, কাপাসিয়া উপজেলা ক্রিড়া সংস্থার সহ সভাপতি মোহাম্মদ আলী বদু, সাধারণ সম্পাদক জাকির হোসেন দর্জি বকুল, যুগ্ম সম্পাদক, এনামুল সরকার, জাতিয় ফুটবল দলের কোচ শাহজাদা প্রমূখ।