Tue. Aug 19th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

29খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। যে কোনো মূল্যে জঙ্গি দমন করতে হবে।

রোববার গাইবান্ধার সাঘাটা থানার নবনির্মিত ভবনের উদ্বোধন ও জঙ্গিবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইএস বলে কোনো সংগঠন নেই। জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই জঙ্গি হামলা করে আইএস দায় স্বীকার করেছে বলে জানায়। এরাই কখনও আনসারুল্লাহ বাংলা টিম, কখনও হুজি, কখনও জেএমবির নামে সংগঠন সৃষ্টি করেছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করছে তখন স্বাধীনতাবিরোধী ওই গোষ্ঠী ধর্মের নামে মানুষ হত্যা করছে। এদেরকে প্রতিহত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক আব্দুস সামাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর প্রমুখ।
সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এএইচএম গোলাম শহীদ রঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

অন্যরকম