খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: চলতি মাসেই ‘বোলিং অ্যাকশন’ পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছেন বাংলাদেশের তরুণ পেসার তাসকিন আহমেদ। বোলিং অ্যাকশনে ত্রুটি থাকার কারণে তাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আইসিসি।
গত ১৫ মার্চ বিসিবি’র সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চেন্নাইয়ে গিয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন তাসকিন। সেখানে পরীক্ষা শেষে তাসকিনের বোলিং অ্যাকশনে ত্রুটি আছে বলে বিসিবিকে জানানো হয়। কিন্তু তাকে নিয়ে করা পরীক্ষা নিয়ে তীব্র সমালোচনা হয় ক্রিকেট বিশ্বে। বিষয়টি নিয়ে আইসিসি’র সঙ্গে আলোচনা করেও কোন সমাধান করতে পারেনি বিসিবি। এরপর দীর্ঘ ৫ মাস নেট প্রাক্টিসের পর এবার তাকে অস্ট্রেলিয়ার একটি ল্যাবে পরীক্ষার জন্য পাঠাচ্ছে বিসিবি।
রবিবার বিসিবির হোম গ্রাউন্ড মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এ কথা জানিয়েছেন বিসিবি টুর্নামেন্ট কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান।
তিনি আরো জানান, তাসকিনের বোলিং অ্যাকশন পরীক্ষা করেছি। আমরা এখন আত্মবিশ্বাসী। আর সে কারণেই তাকে হয়ত এ মাসেই অস্ট্রেলিয়ার একটি ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে।
এ সময় আরাফাত সানীর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সানীরও পরীক্ষা নেয়া হচ্ছে। যদি তার বিষয়ে সন্তুষ্ট হতে পারি আমরা, তাহলে তাসকিনের সঙ্গে তাকেও পাঠানো হবে অস্ট্রেলিয়ায়।