Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: ছয়টি নতুন আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স। রুটগুলো হলো গুয়াংজু, কলম্বো, মালে, দিল্লি, হংকং এবং টোকিও।

চলতি অর্থবছরে শীতকালীন সময়সূচিতে প্রথম পাঁচটি রুটে এবং ২০১৭ সালে গ্রীষ্মকালীন সময়সূচিতে টোকিও রুটে বিমান চলা শুরু করবে।
তবে টোকিও রুটে বিমান চলাচল ব্যবসায়ীকভাবে লাভ হবে কিনা তা যাচাই করার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। এ ক্ষেত্রে উড়োজাহাজ সংগ্রহ ও তার পরিচালনার ব্যয় কতটা হতে পারে তা বিবেচনায় নেওয়া হবে। বিমান বাংলাদেশ এয়ার লাইন্স সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রথম পাঁচটিতে দূরত্ব তুলনামূলকভাবে কম হওয়ায় সম্প্রতি যুক্ত হওয়া ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ এবং ‘মেঘদূত’ উড়বে এসকল রুটে।
ইতোমধ্যে গুয়াংজু, কলম্বো বাজার জরিপের কাজ শেষ হয়েছে। এ রুট ‍দুটিতে প্রচুর যাত্রী যাওয়া আসা করে বলে এটি লাভজনক হিসেবে উল্লেখ করা হয়েছে। এ রুট দুটিতে উড়োজাহাজ চালানোর সংশ্লিষ্ট সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে ফ্লাইট পরিচালনা অনুমোদনও সংগ্রহ করেছে বিমান। পাশাপাশি গুয়াংজু ও কলেম্বোতে গ্রাউন্ড হ্যান্ডলিং চুক্তি ও ফ্লাইট ফ্রিকোয়েন্সি সংগ্রহ করা হয়েছে। এ ক্ষেত্রে ঢাকা-কলম্বো ফ্লাইটটি মালদ্বীপের রাজধানী মালেতে সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে বিমান।
১৯৯২ সাল থেকে ঢাকা-দিল্লি ও ১৯৯৩ সাল থেকে ঢাকা-হংকং রুটে ফ্লাইট পরিচালনা করে এলও ২০১৪ সালে এদুটি রুটে বিশেষ কারণে বিমান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। এ দুটি রুটে এখনও বিমানের অফিস, কর্মী, লোকবল সবই বহাল আছে। চুড়ান্ত অনুমোদন হলেই এ রুট দুটিতে শীতে চলবে বিমান।
এদিকে ১৯৭৯ সালে ঢাকা-টোকিওর মধ্যে সরাসরি বিমান চালু হলেও বিভিন্ন সময় ভেঙ্গে ভেঙ্গে এ রুটে পরিচালিত হতে হতে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। সামনে গ্রীষ্মে আবার ঢাকা-টোকিও সরাসরি উড়োজাহাজ চলাতে চায় বিমান।