খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: একরামুল হক সম্রাট,কুড়িগ্রাম : কুড়িগ্রাম পৌর এলাকার ৪ শতাধিক বানভাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে পৌরসভা চত্বরে এ ত্রাণ বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক-সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জাফর আলী। এ ত্রাণ বিতরনের নগদ ১লাখ টাকা বঙ্গবন্ধু পরিবারের সন্তান শেখ হেলালের ব্যক্তিগত তহবিল থেকে কুড়িগ্রামের জন্য পাঠানো ১০ লাখ টাকার অংশ। পৌরসভার জি আর চাল থেকে ২শ জনকে ১০ কেজি করে চাল দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল জলিল, প্যানেল মেয়র মাসুদুর রহমান মাসুদ, পৌর কাউন্সিলর রোস্তম আলী তোতা, আলহারুনুজ্জামান,সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম প্রমূখ।