Tue. Apr 29th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

51খোলা বাজার২৪, রবিবার, ১৪ আগস্ট ২০১৬: খন্দকার শাহিন : ৭ বছরের শিশুকে ধর্ষক সাদ্দাম হোসেন বাবুকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবীতে নরসিংদীর বেলাবতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ষিতার গ্রামবাসীর উদ্যোগে গতকাল (১৪ আগস্ট) রবিবার দুপুর ১২টায় স্থানীয় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে বেলাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন শান্তি, ইউপি সদস্য মাজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী ও নির্যাতিত শিশুটির মা।
বক্তারা ধর্ষনের ২০ দিন অতিবাহিত হওয়ার পরও ধর্ষক গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অভিযোগ করেন, আসামী ধনাঢ্য হওয়ায় স্থানীয় একটি প্রভাবশালী মহল কর্তৃক মামলাটি ধামাচাপা ও আসামীকে বিদেশে পালিয়ে যেতে সহযোগীতা করছে। এই অবস্থায় অভিযুক্ত ধর্ষক সাদ্দাম হোসেন বাবুকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই বাড়ির পাশ্ববর্তী পাট ক্ষেতে স্থানীয় চর লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ও চরবেলাব গ্রামের প্রবাসীর মেয়ে ধর্ষিত হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। ওই দিনই ধর্ষিতার মা বাদী হয়ে সাদ্দাম হোসেন বাবুকে আসামী করে বেলাব থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করে।