খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. মিলন হলে বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এ আলোচনা সভার আয়োজন করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যামিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীনতার পর দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ওই একই শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে। যুদ্ধাপরাধীদের বিচার নস্যাত করার জন্য এ ষড়যন্ত্রে নেতৃত্ব দান করছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য কতিপয় বিপথগামী তরুণ তথাকথিত আদর্শের নামে নিরীহ মানুষ হত্যা করছে। অথচ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের জঙ্গি হামলাকে রক্তাক্ত অভ্যূত্থান হিসেবে উল্লেখ করেন এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে জঙ্গি হামলার পর সরকারে পদত্যাগ ও নির্বাচন দাবি করেন।
নাসিম বলেন, বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়, জঙ্গীদের সাথে তার যোগাযোগ রয়েছে।
ড. আনিসুজ্জামান বলেন, গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর বাংলাদেশকে আমাদের কাছে অপরিচিত দেশ মনে হয়েছে। গত তিন বছর যেভাবে সংখ্যালঘু সম্প্রদায় ও মুক্তমনা লেখক এবং বিদেশি নাগরিকদের ওপর হামলা হয়েছে তা দেশের সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর সংবিধানের মূলনীতিকে পরিবর্তন করে দেশকে পাকিস্তানি ভাবধারার একটি রাষ্ট্র বানানোর চেষ্টা করা হয়েছিল।