খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: পাবনায় বালুবোঝাই মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বেড়া উপজেলার আমিনপুর থানার কাশিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, সকালে বালুভর্তি একটি মিনি ট্রাক কাশিনাথপুর থেকে পাবনার দিকে যাচ্ছিল। ট্রাকটি কাশিনাথপুর ব্রিজের পশ্চিম পাশে আহাম্মদপুরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরেকজন। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ। তাঁরা সবাই অটোরিকশার যাত্রী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি তাজুল হুদা।
আহত দুজন ট্রাকের চালক ও চালকের সহকারী। তাঁদের বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি।