খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এরপর কিছু সময়ের জন্য সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
পোর্ট অথরিটি পুলিশ জানিয়েছে, তারা রোববার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর থেকে বের হওয়ার ৮ নং টার্মিনালে গোলাগুলির খবর পায়। এরপর নিউইয়র্ক পুলিশের সহায়তা চাওয়া হয়।
তবে রোববার রাত পর্যন্ত পুলিশ তদন্ত করে গোলাগুলির বিষয়ে নিশ্চিত হতে পারেনি। এমনকি কারও হতাহতের কোনো খবরও কেউ দিতে পারেনি পুলিশকে।
প্রত্যক্ষদর্শীর বরাতে সিএনএন জানিয়েছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে দুই রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে।
ঘটনার পর ওই এলাকা থেকে যাত্রীদের সরিয়ে নেয়া হয়। একই সঙ্গে সন্দেহভাজনদের ধরতে পুলিশ তল্লাশি অভিযান চালায়।
অন্যদিকে রয়টার্স জানিয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইট বার্তায় বলেছে, প্রাথমিক তদন্তের পর তারা কোনো গুলির আলামত পায়নি।
ইতিমধ্যে স্থানীয় পুলিশ বিমানবন্দর এলাকার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। গাড়ি চালকদের অন্য রুটে চলাচলের জন্য বলা হয়েছে।
ফ্লাইট ট্রাকিং কোম্পানি ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে রাত সাড়ে ১১টা পর্যন্ত সব ধরনের বিমান ওঠানামা বন্ধ রাখা হয়।