Fri. Mar 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: রাজশাহীর পুঠিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবিতে মানববন্ধন ও পররাষ্ট্র মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছে পুঠিয়া উপজেলা ছাত্রলীগ। পুঠিয়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে উপজেলা চত্বরে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক শরিফুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহব্বায়ক দেলোয়ার হোসেন রুবেলের পরিচালনায় উক্ত মানব্বন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী জেলা আ,লীগের সদস্য অধ্যক্ষ গোলাম ফারুক, পুঠিয়া পৌর আ,লীগের সাধারণ সম্পাদক শাহরীয়ার রহিম কনক, রাজশাহী জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এড্যঃ আব্দুস সামাদ, জেলা যুবলীগের সাবেক ক্রীয়া সম্পাদক নাসীর উদ্দীন উইলিয়াম, পুঠিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্যানেল মেয়র কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টিপু, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব, এছাড়াও মানব্বন্ধনে উপস্থীত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামরুল ইসলাম মিঠু সহ পৌর ছাত্রলীগ, ইউনিয়ন ছাত্রলীগ, কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা। মানব্বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপি প্রদান করা হয়।