খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে স্থানীয় বাসষ্ট্যন্ড চত্তরে ত্রিশাল পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম শাহীনের সভাপতিত্বে সাধারন সম্পাদক ফুয়াদ হাছান নিউটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও সাবেক এমপি আব্দুল মতিন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি ও ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট রেজা আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক জিয়াউল হক সবুজ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল,সম্মানিত সদস্য আব্দুল মোতালেব, ইকবাল হোসেন,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার। বক্তব্য রাখেন উপজেলা সেচ্চাসেবক লীগের সভাপতি আসাদুল হক,উপজেলা আওয়ামীলীগের সদস্য নয়ন তালুকদার,উপজেলা যুবলীগের সাঙ্গঠনিক সম্পাদক ছায়েদুজ্জামান,দপ্তর সম্পাদক উজ্জল মন্ডল প্রমূখ। এ ছাড়াও ত্রিশাল প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১১টায় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ। ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল মজিবের সভাপতিত্বে সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন ত্রিশাল প্রেসক্লাবের সহ সভাপতি রফিকুল ইসলাম শামীম,যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম,ত্রিশঅল সিটি মডেল স্কুলের প্রধান শিক্ষক ইমরান হাছান বুলবুল প্রমূখ।