খোলা বাজার২৪, সোমবার, ১৫ আগস্ট ২০১৬: শোককে শক্তিতে পরিণত করার লক্ষে সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে মুন্সিগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।
কাঙ্গালিভোজ, শোকর্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর মাধ্যমে জেলার ছয়টি উপজেলায় দিনের কর্মসূচি শুরু হয়। কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে শোক র্যালি ও শিশু-কিশোর সমাবেশের আয়োজন করা হয়েছে।
সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের মাঠ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে জেলা প্রশাসক সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি মৃণাল কান্তি দাস, উপজেলা চেয়ারম্যান আনিসউজ্জমান আনিস, পুলিশ সুপার মো. জায়েদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে মিরকাদিম পৌরভবন মাঠে এক শোকসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দীন আহাম্মেদসহ স্থানীয় নেতারা অলোচনায় অংশ নেন। এ সময় ইউনিট কমিনিকেশন সার্ভিসের পরিচালক লুৎফর রহমান নাসিম এবং পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন বক্তব্য দেন।